১০০ কোটি রুপির ক্যাম্পে জাব তাক হ্যায় জান

১০০ কোটি রুপির ক্যাম্পে জাব তাক হ্যায় জান

ছবি মুক্তির পাওয়ার আগে কিছুটা শঙ্কা থাকলেও ইতিহাস বলছিল দিওয়ালি শাহরুখেরই। তাই এবারও ব্যতিক্রম হল না। কিছুটা দুরু দুরু বুকে হলেও ১০০ কোটির ক্যাম্পে ঢুকে গেল ‘জাব তাক হ্যায় জান’।

দিওয়ালির দিনে মুক্তি পেয়েছে যশরাজ ক্যাম্পের জাব তাক হ্যায় জান’। মাত্র ৬ দিনের মাথায় ১২০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে শাহরুখের নতুন ছবি।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ‘সন অফ সর্দারে’র দেশিয় আয় হয়েছে ৮০ কোটি ৭৩ লাখ রুপি। ভারতে মুক্তির দিন অর্থাৎ মঙ্গলবার ‘জাব তাক হ্যায় জানে’র আয় ছিল ১৫ কোটি ২৩ লাখ রুপি। বুধবার ১৯.৫৪ কোটি, বৃহস্পতিবার ১৪.৪৫ কোটি, শুক্রবার ১১.১৭ কোটি, শনিবার ১০.৩৮ কোটি ও রোববার ৯.৯৬ কোটি রুপি। বিদেশের মাটিতে আয় হয়েছে ৪১.৭ কোটি রুপি।

বিনোদন