রাষ্ট্রায়ত্ব কোম্পানি যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের ৪৫ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শেয়ারনিউজ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থাৎ বিনিয়োগকারীরা ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে নগদ ৪.৫ টাকা এবং ১০০টি শেয়ারের বিপরীতে ৩০টি বোনাস শেয়ার পাবেন।
এ জন্য আগামী ১২ জানুয়ারী ২০১৩ তারিখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।
সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯.৬২ টাকা। কোম্পানিটি এর আগের বছরে শেয়ার প্রতি আয় করেছিল ১৮.৭৯ টাকা। অর্থাৎ কোম্পানিটি গত বছরের চেয়ে চলতি বছর ৫৮ শতাংশ বেশি আয় করেছে। কোম্পানি প্রতিষ্ঠার পর এটাই সর্ব্বোচ রেকর্ড আয়। গত বছর কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।