বেনগাজীর পুলিশ বাহিনী প্রধান খুন!

বেনগাজীর পুলিশ বাহিনী প্রধান খুন!

লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেনগাজীর পুলিশ বাহিনী প্রধান ফারাজ আল-দুরসিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

লিবিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওমর আল খাদরবি জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিজ বাসভবনের কাছে দুরসিকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গত সেপ্টেম্বরে `ইনোসেন্স অব মুসলিম` চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভের সময় বেনগাজীর আমেরিকান দূতাবাসে রাষ্ট্রদূতসহ ৩ মার্কিন নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক নিয়োগ দেয়া হয় কর্নেল দুরসিকে।

সশস্ত্র গেরিলাদের সাথে লড়াই করে দেশটির সার্বভৌমত্ব রক্ষা করা নতুন শাসকদলের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর বেনগাজীতে এ বছরেই কমপক্ষে ১২ জন নিরাপত্তা কর্মকর্তা খুন হলেন।

আন্তর্জাতিক