ইয়েমেনের সামরিক বাহিনী সদস্য বহনকারী একটি বিমান রাজধানী সানার বিমান বন্দরের কাছে বুধবার বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় বিমানের ১০ যাত্রীই নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
বিমানটি সানার হাসাবা জেলার একটি নিষিদ্ধ বাজারের উপর বিধ্বস্ত হয় বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়। যান্ত্রিক ক্রটির কারণে বিমান দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি হাসাবা জেলায় একটি খালি জায়গায় অবতরণ করতে চাইলে দুর্ঘটনায় পড়ে। এতে বিমানটির পাইলটসহ দশজনই নিহত হয় বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বের হচ্ছে বলেও জানা যায়।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে একটি ইয়েমেনি সামরিক বিমান দেশটির দক্ষিণে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হলে নয়জন নিহত হয়। নিহতদের মধ্যে আটজনই ছিলেন সিরিয়ান ইঞ্জিনিয়ার।