এ আর রাহমানের সাথে হলিউডে রাঘভ

এ আর রাহমানের সাথে হলিউডে রাঘভ

‘জাব তাক হ্যায় জান’ চলচ্চিত্রে এ আর রাহমানের সঙ্গে একত্রে কাজ করেছেন রাঘভ। সম্প্রতি নতুন হলিউড ফিল্মের জন্য গায়ক রাঘভকে চুক্তিবদ্ধ করেছেন রাহমান। প্রয়াত ইয়াশ চোপরার শেষ চলচ্চিত্র ‘জাব তাক হ্যায় জান’ এর ‘ইশক সাভা’ গানটিতে প্রথম একসঙ্গে কাজ করেন তারা।

নতুন এ প্রোডাকশন সম্পর্কে কথা বলতে গিয়ে আর এন্ড বি জানান, “এ আর রাহমানের সঙ্গে কাজ করাটা অনেক বড় ব্যাপার। তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কাজ করতে পেরেছি।”

এ আর রাহমান দুবাইতে রাঘভের সাথে পরিচিত হন। এ সম্পর্কে রাঘভ বলেন, “ আমি রাহমান স্যারের স্টুডিওতে গিয়েছিলাম। ওই সময়ে তিনি ‘ইশক সাভা’ গানটির জন্য গায়ক খুঁজছিলেন। চাচ্ছিলেন একটু ভিন্ন আওয়াজ। আমি শুধু তার সাথে এককাপ কফি খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিয়াম। স্যার আম‍াকে গানটা গাওয়ার সুযোগ দিলেন। তাও শাহরুখ খানের ঠোঁটে আমার গান।”

তার ভবিষ্যতের কাজের কথা জানতে চাইলে তিনি বলেন, “এখানে কিছু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে আমার কথা চলছে। ভালোমানের গানের খোঁজে আছি। আমি ভাল কাজ করার চেষ্টা করি সব সময়।”

বিনোদন