ট্রাসপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সদর দফতরে (জার্মানির বার্লিনে) টিআইবি সম্পর্কে লিখিত অভিযোগ পাঠানোর কথা সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. শাহরিয়ার আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ট্রাসপারেন্সি ইন্টারন্যাশনালের জার্মানির সদর দফতরে আমরা তথ্য উপাত্তবিহীন দুর্বল প্রতিবেদন দিয়ে জাতীয় সংসদকে অবমাননা করার কারণ জানতে চাইবো। একই সঙ্গে এটি সংশোধন করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্যও বলবো।
ওপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্যদের অবমাননা করে ওই প্রতিবেদন সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হবে তা স্পিকারই সিদ্ধান্ত নেবেন। এসময় টিআইব’র প্রতিবেদন পক্ষপাতমূলক বলেও উল্লেখ করেন মন্ত্রী।