চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।
এদিকে মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার জামাতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
তিনি বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী পরিপাকতন্ত্রের সমস্যার কারণে গুরুতর অসুস্থ বোধ করলে তাকে মেডিক্যাল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।