আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আমানুর রহমান খান রানা।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে সংসদ নেতার কক্ষে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন টাঙ্গাইল আওয়ামী লীগে প্রভাবশালী খান পরিবারের সদস্য রানা।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে আমানুর রহমান রানা বলেন, আমার হৃদয়ে নৌকা। দল থেকে তিনি বহিস্কার হননি বলে দাবি করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে কাজ করতে বলেছেন।