ফোবানা সম্মেলনের কমিটি ঘোষণা

ফোবানা সম্মেলনের কমিটি ঘোষণা

‘একসঙ্গে গড়বো মোরা আলোকিত সমাজ’ শ্লোগানে উজ্জীবিত হয়ে সূর্য উদয়ের দেশ, আটলান্টিক মহাসাগর বিধৌত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নয়নাভিরাম পরিবেশে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলন।

ইতোমধ্যেই হোস্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ ফাউন্ডেশন অফ ফ্লোরিডার ব্যবস্থাপনায় ৩১ আগস্ট থেকে ১ ও ২ সেপ্টেম্বর এ ৩ দিনের বাংলাদেশ সম্মেলন হবে ফোর্টলডারডেলে ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে।

সদ্য ঘোষিত হোস্ট কমিটির কর্মকর্তাগণ হলেন:
কনভেনর – আতিকুর রহমান, সদস্য সচিব- মুজিবউদ্দিন, প্রধান সমন্বয়কারী- আজাদুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক-নূরল মোমেন, চিফ কনসালট্যান্ট- ইকবাল জি চৌধুরী।

প্রধান উপদেষ্টা-শামীম জি খান। কো-কনভেনররা হলেন: নওশাদ চৌধুরী (তহবিল সংগ্রহ), সরকার হারুন (স্মরণিকা), কামালউদ্দিন ভূইয়া (স্টল), ওমর ফারুক (বাসস্থান), বিন্দু খান (স্বেচ্ছাসেবক), চিত্রা সুলতানা (সাংস্কতিক অনুষ্ঠান), সাব্বির ওয়াহিদ (ইন্টারস্টেট)।

সহকারী সদস্য সচিবরা হলেন: শেখ মাসুদুর রহমান (সমন্বয়কারী) এবং নাজিম উদ্দিন (নিরাপত্তা)।

ফোবানার বিভিন্ন সাব কমিটিতে রয়েছেন চেয়ারম্যান (মিডিয়া)-আকতার উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান (কালচারাল)-তামান্না আহমেদ এবং  কো-চেয়ারম্যান-সাথী, চেয়ারম্যান (ফ্যাশন শো/অ্যাঙ্কর)-নাজমুন্নাহার ইউনা, চেয়ারম্যান (শিশুদের প্রোগ্রাম)-চ্যামনউদ্দিন, কো-চেয়ারম্যান-সোমা দাশ।

চেয়ারম্যান  (টেলেন্ট প্রোগ্রাম)- রুবি আওলাদ, কো-চেয়ারম্যান- মোনা শাহান, চেয়ারম্যান (সেমিনার)- ডা. মাহবুবুর রহমান, চেয়ারম্যান (বাসস্থান)- মো. ইমরান চৌধুরী, চেয়ারম্যান (তহবিল সংগ্রহ)- লিয়াকত চৌধুরী, চেয়ারম্যান (ইন্টারন্যাশনাল-ইন্টারস্টেট) ফয়েজ হোসাইন।

চেয়ারম্যান (কম্যুনিকেশন)-নিজাম চৌধুরী, কো-চেয়ার-লেবু চৌধুরী, চেয়ারম্যান (যুব-সেমিনার)- ভিক্টরিয়া শুভেচ্ছা হারুন, কো-চেয়ার- ফারহানা রহমান, চেয়ারমান (রিসিপশন ও রেজিস্ট্রেশন)- ইউনা জামান, চেয়ারম্যান (ভলান্টিয়ার)-জামালউদ্দিন ভূইয়া।

চেয়ারম্যান (পাবলিকেশন)- রেজা হাসান, চেয়ারম্যান (আলোকসজ্জা)- আওলাদ হোসেন, চেয়ারম্যান (টিকিট)- ড. ম্যাথিউ পিটারসন, চেয়ারম্যান (সাউন্ড)- তওসিফ খান, চেয়ারম্যান (সিকিউরিটি)- আবুল হাসনাত প্রিন্স।

চেয়ারম্যান (ভিডিও-ফটোগ্রাফ)- হাফিজুর রহমান, চেয়ারম্যান (কাব্য জলসা)- ডা. রোখসানা শরিফা অ্যানী। চেয়ারম্যান (শর্ট ফিল্ম)-ফরহাদ হোসেন, চেয়ারম্যান (মহিলা বিষয়ক)- রুবাইয়া খাতুন, চেয়ার-(কো-অর্ডিনেশন)- কাজী আজিজ সালমানী (রবিন)।

ইয়ুথ গ্রুপে রয়েছেন- রাভিনা জামান, সামিয়া আজাদ, সুবাইতাউদ্দিন, মাইশা আহমেদ, নিম্মি চৌধুরী, শীন চৌধুরী, আওয়ানা চৌধুরী, আরিফ রহমান, কাজী সামী জাওয়াদ, ফারাজ করিম।

প্রসঙ্গত উল্লেখ্য, এ সম্মেলনের মিডিয়া পার্টনার হচ্ছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও এনটিভি। আমেরিকা এবং কানাডা ছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন।

এ যাবতকালের সেরা একটি সম্মেলনের যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশ