পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও সংঘাতে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত আড়াই হাজারের মতো জামায়াত-শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমী পরিদর্শন শেষে মন্ত্রী এতথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জামায়াত-শিবিরকে দমন করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে প্রায় সাড়ে তিনশ’ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি, এদের বিচার সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যারা এ ধরনের দুষ্কৃতমূলককাজে উৎসাহ বোধ করে, তারা এ কাজ থেকে বিরত থাকবে।
এছাড়া কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা ও ভাংচুরে জামায়াতে ইসলামী ও শিবির জড়িত ছিল বলেও দাবি করেন মহীউদ্দীন খান আলমগীর।