প্রবাসী ও বিদেশীদের সরাসরি বাংলাদেশ ফান্ডে বিনিয়োগের বিষয়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আবেদনের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ এসইসির ৪৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে প্রবাসী এবং বিদেশীরা বাংলাদেশ ফান্ডে সরাসরি বিনিয়োগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবাসীগনের (প্রবাসী) সরাসারি বিনিয়োগের সুযোগ তৈরি করতে বাংলাদেশ ফান্ডের প্রসপেক্টাসের ১৫ নং পৃষ্ঠার ৫.৩ অনুচ্ছেদে আদার ইন্ডিভিজিওয়াল ক্যাটাগরিতে অনিবাসীদেরকে অন্তর্ভূক্ত করার জন্য আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক আবেদনের প্রস্তাবে কমিশন অনুমোদন প্রদান করেছে। ফলশ্রুতিতে প্রবাসী বাংলাদেশী এবং বিদেশীগন সরাসরি বাংলাদেশ ফান্ডে নন রেসিডেন্ড ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগ প্রত্যাবর্তন করতে পারবেন।