এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত রিপোর্ট অধিকতর তদন্তের জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পাশাপাশি কমিটিকে এক মাসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। আজ এসইসির ৪৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ডিএসই’র সদস্য এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তাদের দাখিলকৃত তদন্ত রিপোর্টের ভিত্তিতে ডিএসই’র প্রেরিত ইনভেস্টিগেশন রিপোর্টের উপর কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের পেশকৃত কার্যপত্রের বিষয়ে আলোচনা হয় এবং বিষয়টি অধিকতর তদন্ত করার জন্য কমিশনের দুইজন কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এসইসি। তবে কমিটিতে যারা আছেন তাদের নাম প্রকাশ করা হয়নি।