রাইট, পাবলিক ইস্যু এবং সম্পদ পুন:মূল্যায়ন গাইডলাইনের জন্য ৩টি কমিটি গঠন

রাইট, পাবলিক ইস্যু এবং সম্পদ পুন:মূল্যায়ন গাইডলাইনের জন্য ৩টি কমিটি গঠন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস ২০০৬ এর সংশোধনী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০০৬-এর সংশোধনী এবং সম্পদ পুন:মূল্যায়ন সংক্রান্ত গাইডলাইন তৈরীর জন্য পৃথক ৩টি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা (এসইসি)। মঙ্গলবার কমিশনের নিয়মিত ৫৫৬তম সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস ২০০৬ এর সংশোধনীর জন্য কমিশন ২ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন এসইসির পরিচালক জনাব কামরুল আনাম খান এবং প্রদীপ কুমার বসাক। কমিটিকে আগামী একমাসের মধ্যে রাইট ইস্যু রুলস ২০০৬ এর সংশোধনী সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০০৬-এর সংশোধনীর জন্য ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সদস্যরা হলেন-নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ এবং পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। কমিটিকে আগামী একমাসের মধ্যে পাবলিক ইস্যু রুলস ২০০৬ এর সংশোধনী সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া আজকে সভায় সম্পদ পুর্ন:মূল্যায়ন সম্পর্কিত গাইডলাইন তৈরীর জন্য ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-  পরিচালক মাহবুবুল আলম ও আবুল কালাম। কমিটিকে আগামী একমাসের মধ্যে সম্পদ পুর্ন:মূল্যায়ন সম্পর্কিত গাইডলাইন দাখিল করতে বলা হয়েছে।

অর্থ বাণিজ্য