সমন্বয়হীনতা ও ভুল বোঝাবুঝির অবসান

সমন্বয়হীনতা ও ভুল বোঝাবুঝির অবসান

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে সদ্য সৃষ্টি হওয়া সমন্বয়হীনতা দূর করতে আজ মঙ্গলবার কমিশন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএসই’র সভাপতি রকিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী, দুজন পরিচালক ও এসইসি’র চেয়ারম্যান ও অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বৈঠকের আলোচনার বিষয় জানাতে পারেন নি।

কমিশনের এক সদস্য এ ব্যাপারে বলেন, ডিএসই’র সঙ্গে এক সঙ্গে কাজ করতে বৈঠকে একমত হওয়া গেছে। বৈঠকে নিজ নিজ  প্রতিষ্ঠানের দায়িত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে তিনি মনে না করলেও সমস্যা কাটিয়ে একসঙ্গে বাজারের স্বার্থে কাজ করার বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ডিএসই আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে, এসইসিও তাদের সহায়তা দিবে। আইনগতভাবে প্রত্যেকের কাজ প্রত্যেকে করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে । তিনি আরো বলেন, বাজারে এ দুই সংস্থার মধ্যে সর্ম্পক নিয়ে নেতিবাচক মনোভাব এ বৈঠকের মাধ্যমে কেটে যাবে। বাজারের উন্নয়নে এ দুই সংস্থা একসঙ্গে কাজ করছে এবং করবে।  

জানা গেছে, ডিএসই গতকাল জরুরি সভা করে রকিবুর রহমান এসইসির কাছে শোকজের জবাব দেন। আজ সে আলোকে বৈঠকের মাধ্যমে এসব বিষয়ের সমঝোতা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহষ্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইন ভঙ্গ করার অভিযোগে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসইর) সভাপতি রকিবুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মোশাররফ হোসেনকে শোকজ নোটিশ দেয় নিয়ন্ত্রক সংস্থা।
ওরিয়ন ফার্মার আইপিওর প্রিমিয়াম নিয়ে ডিএসই’র পরিচালনা পরিষদের বৈঠকে আলোচনা করা ও সে তথ্য সংবাদ মাধ্যমে সরবরাহ করার দায়ে রকিবুর রহমানকে শোকজ করা হয়।

আর ইউনাইটেড এয়ারওয়েজের লেনদেন নিয়ে পরিচালিত তদন্ত প্রতিবেদন এসইসির হাতে পৌঁছানোর আগেই সংবাদ মাধ্যমে প্রচার করার দায়ে ড. এম, মোশাররফ হোসেনকেও শোকজ করা হয়।

অর্থ বাণিজ্য