জামায়াত নামক কীট কখনো মানুষ হইতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এমপি।
বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আবদুল মান্নান বলেন, ‘‘আল্লাহর সর্বোত্তম সৃষ্টি মানুষকে যে জামায়াত হত্যা করতে পারে, তারা শুধু পশু হতে পারে, আশরাফুল মাখলুকাত নয়।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের দেশকে ভালবাসি। অথচ জামায়াত কখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেনি ১৬ ডিসেম্বরকে। তারা হত্যা, লুণ্ঠন ও অগ্নিকাণ্ডের মাধ্যমে ৭১ ও স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের ক্ষতি করেছে। তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে।”
আগামী ডিসেম্বরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
আবদুল মান্নান খান আরও বলেন, “যে খন্দকার মোশতাক কোনো বক্তব্যের আগে জয় বাংলা এবং বক্তব্যের শেষে জয় বঙ্গবন্ধু বলতেন, সেই মোশতাকই জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বিসমিল্লাহির-রাহ্মানুর-রাহিম বলে বক্তব্য শুরু করতেন।”
জনগনকে ঐক্যবদ্ধ করতে তিনি শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, শিক্ষক সমাজই পারে সত্যের পথে মানুষকে উদ্বুদ্ধ করতে।
স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘‘জামায়াত যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তা প্রতিরোধ করতে হবে।’’
তিনি বলেন, ‘‘তারা পুলিশের অস্ত্র কেড়ে নিচ্ছে, লাঠি কেড়ে নিচ্ছে, প্রশাসনের ওপর হামলা চালাচ্ছে। প্রয়োজনে আইন তৈরি করে জামায়াতের এসব বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।’’
এমনকি আইনগতভাবে জামায়াতকে নিষিদ্ধ করতে পিছপা হওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ এম এ আওয়াল সিদ্দিকী, শহীদ জননী শ্যামলী নাসরিন চৌধুরী, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম প্রমুখ।