ঘুষ নেওয়ায় ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১০ বছর জেল

ঘুষ নেওয়ায় ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভো সানেডারকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত। ইউরোপীয় ইউনিয়নের তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয়।

অভিযোগে বলা হয়, ২০০৯ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে একটি হাঙ্গেরিয়ান জ্বালানি কোম্পানি ও একটি অস্ট্রিয়ান ব্যাংক থেকে ১০ লাখ ডলার মিলিয়ন ঘুষ নিয়েছিলেন সানেডার।

তবে, সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ‍আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতের `ভুল` রায় প্রত্যাখ্যান করেছেন।

আগামী বছরের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রোয়েশিয়ার।

তবে ব্যাপক দুর্নীতির কারণে দেশটি এখন বেশ চাপে রয়েছে।

আন্তর্জাতিক