ফিফা প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও মালয়েশিয়াকে ১-১ গোলে রুখে দিয়েছে দশজনে পরিণত হওয়া বাংলাদেশ। লাল-সবুজদের পক্ষে সমতাসূচক গোলটি করেন স্টাইকার জাহিদ হাসান এমিলি।
সোমবার কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খিরিল মুহাইমেনের ২২ মিনিটেই এগিয়ে যায় মালয়েশিয়া। শফিক রহিমের কর্নার থেকে হেডে নিশানাভেদ করেন এই মিডফিল্ডার। ৩৮ মিনিটে আরো পিছিয়ে পড়তে পারতো বাংলাদেশ। শফিক রহিমের ফ্রিকিক জালে জড়ানোর মুহুর্তে সেটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মামুন খান। অন্যদিকে প্রথমার্ধে গোলের সুযোগই তৈরী করতে ব্যর্থ হয় কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।
৭৮ মিনিটে দশজনে পরিণত হয় সফরকারীরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার প্রানতোষ। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরাতে সক্ষম হয় বাংলাদেশ। পেনাল্টি সীমায় ইরওয়ান ফাদজিল স্ট্রাইকার মিথুন চৌধূরীকে ট্যাকল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দেন এমিলি।
শনিবার অপর প্রীতি ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছে থাইল্যান্ডের বিপক্ষে।