১৪-১৬ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশ সহ ৩০টি দেশের মোট ৩৫ জন সংসদ সদস্য অংশ নেবেন।
জাতিসংঘের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ সম্মেলনের আয়োজন করবে জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার সন্ধ্যায় স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছেন। সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুর রহমান সাংবাদিকেদর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সম্মেলনের প্রস্তাব তোলা হয়।
বৈঠকের পরে এ প্রস্তাব অনুমোদনের জন্য স্পিকারের দপ্তরে যান কমিটির সদস্যরা।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে এ সম্মেলনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
তবে সম্মেলনের ভেন্যু এখনও ঠিক করা হয়নি বলে সূত্র জানিয়েছে।
পরে সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে বাংলাদেশ অন্যান্য দেশগুলোর স্বার্থে কাজ করবে। এটিই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।’
এদিকে বৈঠকে টিপাইমুখ বাঁধ ইস্যুতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার ক্ষেত্রে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।
এছাড়া পরিবেশ সংক্রান্ত সকল ইস্যুতে মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুপারিশ করা হয়।
বৈঠকে সম্প্রতি সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত কপ-১৭ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সম্মেলন পরবর্তী সময়ে বাংলাদেশের করণীয় অগ্রাধিকার ঠিক করে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
আব্দুল মোমিন তালুকদারের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদ, সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. সোহরাব আলী সানা, গোলাম সবুর ও গিয়াসউদ্দিন আহমেদ অংশ নেন।
এছাড়া পরিবেশ ও বন সচিব মেছবাহ উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।