এমকে আলী`র `গাঁও গেরামের পারুল`

জি-সিরিজ থেকে প্রকাশিত হলো এমকে আলী`র তৃতীয় একক ভিডিও অ্যালবাম `গাও-গেরামের পারুল` যেটা তৈরী করা হয়েছে গ্রাম-গঞ্জের অতি সাধারণ মানুষের সুখ-দুঃখ ও প্রেমের অনুভূতিকে উপজীব্য করে।

এ অ্যালবামে মোট গান রয়েছে ৮টি। অ্যালবামটির সবগুলো গানের কথা, সুর, ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজে। অ্যালবামে গানের কথা গুলো হলো- গাঁও-গেরামের পারুল, জোসনা রাইতে, আদম ছানা, মা জননী, বন্ধু আইছে রে, ময়না পাখি, দমকা বাতাস এবং প্রেমের প্রথম চিঠি।

এমকে আলী বাংলানিউজকে বলেন, “গান গুলোর মাঝে  সারা বাংলার মানুষেরা খুঁজে পাবে তাঁদের হৃদয়ের কথা। বিশেষ করে, গানের কথা, সুর ও কণ্ঠের নির্বাচনের ক্ষেত্রেও গাঁও-গেরামের মানুষদের চিরাচিত প্রচলিত ধারাকেই প্রাধান্য দেয়া হয়েছে।”

উল্লেখ্য যে, গত ২০০৭ সনে শিল্পীর একক অডিও অ্যালবাম `বেনিন তীরে` প্রকাশিত হয়, জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান `অগ্নিবীনা` থেকে। এরপর একই প্রতিষ্ঠান থেকে ২০০৮ সনে প্রকাশিত হয় `বেনিন তীরে` অ্যালবামের মিউজিক ভিডিও ।

বিনোদন