আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

মর্মান্তিক এ অগ্নিকান্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ভষ্মিভূত হয়েছে বস্তির পাঁচ শতাধিক ঘর।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জাস্ট নিউজকে জানান, প্রধানমন্ত্রী অগ্নিকান্ডে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য নিত্যপ্রয়োজীয় পণ্য, বস্ত্র ও খাদ্য সাহায্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার রাত ৩টার দিকে হাজারীবাগের ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

শুষ্ক মৌসুমে অগ্নিকা-ের ঝুঁকি বাড়ায় সবাইকে সচেতন থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ