বিকেলে জনসভায় বক্তৃতা দেবেন খালেদা জিয়া

বিকেলে জনসভায় বক্তৃতা দেবেন খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহানগরীর বেলস্‌ পার্ক মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। সোমবার বিকেল ৩টায় তার জনসভায় বক্তৃতা রাখার কথা রয়েছে।

রবিবার রাত ১১টা ২৩ মিনিটে বরিশাল পৌঁছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে দুপুর সোয়া তিনটার দিকে গুলশানের বাসা থেকে তিনি রওনা দেন। পথে মানিকগঞ্জে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী, মেয়ে, স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা সেবকদল, শ্রমিক দলসহ ১৮দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ফরিদপুরে ধান গবেষণা ইনিস্টিটিউটে কিছু সময় বিশ্রাম নেন। বেগম খালেদা জিয়া বরিশাল সার্কিট হাউসে রাতযাপন করেন।

জনসভা শেষ করে সোমবার রাতে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

সর্বশেষ ২০১০ সালের ১২ মে বরিশাল সফর করেন বেগম খালেদা জিয়া।

রাজনীতি