সাবেক মহাসচিব দেলোয়ারের কবর জেয়ারত করলেন খালেদা জিয়া

সাবেক মহাসচিব দেলোয়ারের কবর জেয়ারত করলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিকাল ৫টায় মানিকগঞ্জে বিএনপির মরহুম মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় যান।

মানিকগঞ্জে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের স্ল্লোগানে মুখর হয়ে উঠে জেলা সদর।

প্রথমে বিএনপি চেয়ারপারসন দলের সাবেক মহাসচিব দেলোয়ার হোসেনের অসুস্থ স্ত্রী সাহেরা হোসেনের খোঁজখবর নেন। সেখানে কিছু সময় অবস্থানের পর মরহুম খন্দকার দেলোয়ারের কবর জিয়ারত এবং রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় খন্দকার দেলোয়ারের মেয়ে ডা. দেলোয়ারা বেগম পান্না ও তার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়াও মানিকগঞ্জ ও ঢাকার নেতাকর্মীরা মোনাজাতে শরিক হন।

রোববার তিনটা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি। বরিশালের বেলপার্কে সোমবার অনুষ্ঠেয় ১৮ দলের জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া।

রাজনীতি