অ্যালিস্টার কুকের অসাধারণ ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়ানোর পর ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছ ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪০।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৪০/৫ (১২৮ ওভার), প্রথম ইনিংস: ১৯১
ভারত প্রথম ইনিংস: ৫২১/৮ডি.
আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনের ১১১ রানের উদ্বোধনী জুটিকে বেশিদূর টেনে নিতে পারেনি ইংল্যান্ড। সকালে ১২ রান যোগ হতেই ওপেনার নিক কম্পটনকে (৩৭) সাজঘরে পাঠিয়ে জুটি ভাঙ্গেন জহির খান।
তবে দমানো যায়নি কুককে। একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নিয়েছেন তিনি। যদিও ১৯৯ রানে ইংলিশদের ৫ উইকেট তুলে নিয়ে ইনিংস জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলো ভারত। জোনাথন ট্রট (১৭) কেভিন পিটারসেন (২), ইয়ান বেল (২২) ও সমিত প্যাটেল (০) কে ফিরিয়ে দেন উমেশ যাদব ও প্রজ্ঞান ওঝা। কিন্তু ষষ্ঠ উইকেটে ম্যাট প্রায়রের সঙ্গে কুকের ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটিই ইংল্যান্ডকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচিয়ে দেয়। কুক ও প্রায়রের ব্যাটিংয়ে দিন শেষে স্বাগতিকদের থেকে ১০ রানে এগিয়ে সফরকারী দল। মূলত এই জুটির ওপর ই্যংল্যান্ডের ম্যাচ বাঁচানো নির্ভর করছে।
৩৪১ বল খেলে ১৬৮ রানে অপরাজিত রয়েছেন কুক। অপর প্রান্তে ৮৪ রান নিয়ে শতকের অপেক্ষায় রয়েছেন প্রায়র।
উমেশ যাদব ও প্রজ্ঞান ওঝা প্রত্যেকেই দুটি করে উইকেট পেয়েছে। অপর উইকেটটি নেন জহির খান।