ইসরায়েল ও গাজায় চলমান সহিংসতায় সরাসরি বেসামরিক মানুষ আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস (আইসিআরসি)।
সংস্থাটি আরও জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইসরায়েল ও গাজা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
রোববার ইসরায়েল ও গাজা অঞ্চলের আন্তর্জাতিক রেড ক্রস সমিতির প্রধান হুয়ান-পেদ্রো শেরার জানান, নাজুক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরায়েলের সেবা সংস্থা ‘মেগান ডেভিড অ্যাডম’ আহতদের সর্বাত্মক সেবা করছে ও হাসপাতালে পৌঁছে দিচ্ছে।
আহতদের চিকিৎসায় রেড ক্রস সমিতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টকে সাহায্য করছে বলেও জানান শেরার।
গত দুই দিনে রেডক্রস সমিতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে ওষুধপথ্য সহ অন্যান্য চিকিৎসা উপকরণ সরবরাহ করেছে।
আরও জানা যায়, রেডক্রস সমিতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জরুরি ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে গাজায় বিধ্বস্ত বাড়িঘরগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করছে।