এবার দুবাই উৎসবে টেলিভিশন

এবার দুবাই উৎসবে টেলিভিশন

দুবাই উৎসবে মোহর অ্যাওয়ার্ডের জন্য লড়বে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’।
৯ থেকে ১৬ ডিসেম্বর দুবাই এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে পরিচালক নিজে উপস্থিত থাকবেন। বিশ্বের অন্যান্য দেশের ছবিও এ উৎসবে অংশগ্রহণ করছে। তবে চূড়ান্তভাবে নির্বাচিত ১৫টি ছবির নাম ঘোষণা করা হবে ২৬ নভেম্বর।

আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকীর যৌথ রচনায় ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত জাকারিয়া প্রমুখ।
এরই মধ্যে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে। ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

বিনোদন