ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, মিয়ানমার সফরে ওবামা সেদেশের নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর অধিকারের বিষয়টি উত্থাপন করবেন।
রোববার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মজিনা বলেন, ‘‘মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করতেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশ সফর করছেন।
সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, অধ্যাপক মামুন রশিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, ফ্যাকাল্টি সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।