এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ইলেক্ট্রনিক ট্রান্সফারকে এক প্লাটফর্মে আনতে কেন্দ্রীয় ব্যাংক ‘ন্যাশনাল পেমেন্ট সুইস’ (এনপিএস) চালু করবে। এতে পরিশোধ বা লেনদেন ব্যয় আরো সাশ্রয়ী হবে। রোববার সার্ক পেমেন্ট কাউন্সিলের (এসপিসি) ১২তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কথা বলেন।
দিনব্যাপী এ অনুষ্ঠনে সার্কভূক্ত দেশের অভ্যন্তরীণ লেনদেনের বিভিন্ন বিষয়সহ পেমেন্ট আইন ও বিভিন্ন বিধি-বিধানের সংস্কার, নীতি কাঠামোর উন্নয়ন এবং পরিশোধ ব্যবস্থার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
গভর্নর বলেন, এনপিএস বাস্তবায়ন করা বেশ কষ্টসাধ্য। দক্ষিণ এশিয়ার যে সব দেশ ইতোমধ্যে এনপিএস চালু করেছে তারা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। এতে এনপিএস চালু করা আরো সহজ ও দ্রুততর হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস চালু করেছে। পেপারবিহীন ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন নভর্নর।
এসপিসি চেয়ারম্যান এনায়েত হোসেন অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থা আরো সহজ করতে সদস্যভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের কথা বলেন।
এর আগে ২০১০ সালে ৭ম কাউন্সিল হয়েছিলো ঢাকায়। আর আজকের এ কাউন্সিলে সার্কভূক্ত দেশসমূহ যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ,আফগানিস্তান ও ভূটানের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য সার্কভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় অনুষ্ঠিত সার্ক ফাইনান্স সম্মেলনে ‘সার্ক পেমেন্ট সিস্টেম কাউন্সিল’ গঠন করা হয়। এই কাউন্সিল সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থা আরো সহজ করার বিষয়ে কাজ করে। এছাড়া সদস্য দেশগুলোর জাতীয় এবং আঞ্চলিক পরিশোধ ব্যবস্থা সংস্কারে সহযোগিতা করে।