কৃষকদের পাশাপাশি অতি-দরিদ্র মহিলারাও এখন থেকে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। এজন্য কোনো ব্যাংক তাদের ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ বা কোনো ধরনের চার্জ আদায় করতে পারবে না। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে এ মর্মে নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
একই সঙ্গে চেকবই না থাকলে তার পরিবর্তে ভাউচারের মাধ্যমেও এ সব হিসেবে লেনদেন করা যাবে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপণে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচীতে অর্ন্তভুক্ত দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও জীবন যাপনে সুবিধার জন্য এফএলএস (ফুড এন্ড লাইভহুড সিকিউরিটি) নামে একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় অতি-দরিদ্র মহিলা ও প্রান্তিক বর্গা চাষিদের মাসিক খোরাক ভাতা ও আয় বাড়বে এমন উৎপাদনমূলক সম্পদ ক্রয়ে যে অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে দিতে হবে তার জন্য জাতীয় পরিচয়পত্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ইস্যুকৃত এফএলএস কার্ডের বিপরীতে ১০ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খুলতে পারবেন। এ হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ করা যাবে না একই সঙ্গে এসব হিসাব থেকে কোনো ধরনের চার্জ বা ফি আদায় করা যাবে না।