মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ রবিবার তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। সিএনএন অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ওবামার প্রথম বিদেশ সফর। চার দিনের এ সফরে থাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়া যাবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ওবামার এ সফর হোয়াইট হাউসের কাছে এশিয়া অঞ্চলের গুরুত্বেরই প্রতিফলন।
এ সফরের সময় ওবামা মিয়ানমার যাবেন। ১৯ নভেম্বর সোমবার মিয়ানমারের মাটিতে তাঁর পা রাখার কথা রয়েছে। এটাই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। ওবামার এ সফর মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারকে আরও গতিশীল করবে বলে হোয়াইট হাউস আশা করছে।