সিরিয়ায় ব্রিগেডিয়ারসহ ১২ জন নিহত

সিরিয়ায় ব্রিগেডিয়ারসহ ১২ জন নিহত

সিরিয়ায় এক ব্রিগেডিয়ারসহ ১২জন মানুষ নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে রাজধানী দামেস্কে এ ঘটনা ঘটে।

শান্তি পরিকল্পনার জন্য সিরিয়াতে আরব লীগ পরিদর্শকদের সফর ব্যার্থ হয়েছে বলে মনে করছে আরব লীগ। আরব লীগ সিরিয়াকে রক্তপাত বন্ধসহ বিভিন্ন শহর থেকে সেনাবাহিনীকে সড়িয়ে নিতে বলে।

কিন্তু পরিদর্শকরা সিরিয়াতে পরিদর্শন কালেও কয়েক শত মানুষ সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে। আরব লীগ পরিদর্শকরা ডিসেম্বরের ২৬ তারিখ পর্যন্ত সিরিয়াতে অবস্থান করে।

হোমস শহরে আসাদপন্থী মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন মানুষ মারা যায়। মৃতদের মধ্যে একজন নারী রয়েছে।

সিরিয়াভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, স্নাইপারের গুলিতে ১৬ বছর বয়সী এক মেয়েও মারা গিয়েছে।

তবে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানায়, ‘একদল স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হামিদকে গুলি করে হত্যা করেছে। দামেস্কের নিকটে তাকে হত্যা করা হয়।’

এদিকে দুবাই সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন আসাদকে অবিলম্বে সিরিয়ার সাধারণ মানুষ হত্যা বন্ধের আহবান জানিয়েছেন। বান কি মুন বলেন, ‘আমি আশা করি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুরো বিষয়টি বিবেচনা করবে।’ কিন্তু বান কি মুন কোনো নির্দিষ্ট অ্যাকশনের কথা বলেননি।

আন্তর্জাতিক শীর্ষ খবর