তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে তেলের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব। ইরানের হুমকি স্বত্ত্বেও সৌদি আরব তেলের উৎপাদন বাড়িয়েছে।

সৌদি আরবের তেলমন্ত্রী আল নাঈমি বলেন, ‘এখন থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করা হবে।’

সম্প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপিয় ইউনিয়ন। সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন তেল সমৃদ্ধ দেশকে তাদের পাশে চাইছে। এরই অংশ হিসেবে সৌদি আরব ইরানের সঙ্গে তেল সংক্রান্ত সকল সংযোগ বিচ্ছিন্ন করেছে।

তবে উল্টো, ইরানও অপরিশোধিত তেলের সরবরাহ না বাড়ানোর জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে হুশিয়ারি জানায়। এমনকি তেল আমদানি-রপ্তানি রাস্তা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেয় তারা।

ইরানের এই হুমকির ব্যাপারেই সন্দিহান হয়ে তেলের দাম স্থিতিশীল রাখতে তেলের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব।

অপরদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তেলের দাম বেড়ে যেতে পারে বলে ইতোমধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দাড়িয়েছে ১১১ ডলারে।

তেলের মূল্য ১১০ ডলার ব্যারেল প্রতি ধরে রাখতেই তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী নাঈমি।

আন্তর্জাতিক শীর্ষ খবর