নোটিশের বিরুদ্ধে গিলানির চ্যালেঞ্জ

নোটিশের বিরুদ্ধে গিলানির চ্যালেঞ্জ

লাহোর রেজিস্ট্রি অব সুপ্রিম কোর্টে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে দেওয়া নোটিশের বিরুদ্ধে পিটিশন করা হয়েছে। ন্যাশনাল রিকনশিলেশন অর্ডিন্যান্স বাস্তবায়ন মামলায় গিলানিকে ওই নোটিশ দেয় সুপ্রিম কোর্ট।

ব্যারিস্টার জাফরউল্লাহ তার পিটিশনে বলেন, সংবিধানের ধারা নম্বর ২৪৮-১ অনুযায়ী প্রেসিডেন্টের মতো প্রধানমন্ত্রীও কিছু বাড়তি নিরাপত্তা পেতে পারেন।

পিটিশনে আরও বলা হয়, সুইডেনের কর্তৃপক্ষকে চিঠি লেখা অবশ্যই প্রধানমন্ত্রীর কাজ নয়।

জানুয়ারি ১৯ তারিখের মধ্যে গিলানিকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পিটিশনে আরও বলা হয়, ১৯ তারিখ গিলানির আগেই আইন সচিব এবং আইন মন্ত্রীকে আদালতে হাজির হতে হবে।

আন্তর্জাতিক