প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। বিচারে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে শরিয়াহ্ আইনে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলে বিকল্প পথ আমাদের জানা আছে। প্রয়োজনে শরিয়াহ্ আইনে ব্যবস্থা নেবো। আর কিয়াস তো আছেই।
সম্প্রতি পুলিশের ওপর জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলার ঘটনা প্রশ্নে বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকান্ড থেকে আপনারা বেরিয়ে আসুন। পরাজিত শক্তির দোসরদের জনগণের ভাগ্য নিয়ে খেলা করতে দেয়া হবে না।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। তাদের রক্ষা করতে পারবে না। বিচার হবেই। এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যত বাড়াবাড়ি করবে তত দ্রুত বিচার হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সব অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় এ বৈঠক শুরু হয়।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারকৃত শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে ৫ নভেম্বর মতিঝিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘাত অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার আইনমন্ত্রীর গাড়িবহরেও হামলা চালায় শিবির কর্মীরা।
চলমান এসব ঘটনার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ বরাবরই অভিযোগ করে আসছে।