উজিরপুরে বিএনপির প্রস্তুতি সভা

উজিরপুরে বিএনপির প্রস্তুতি সভা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৯ নভেম্বর বরিশালে মহাসমাবেশ সফল করারর লক্ষ্যে উজিরপুরে গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি উদ্যোগে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক বিলকিস জাহান শিরিন। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হুমায়ুন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট মজিবর রহমান নান্টু, বরিশাল মহানগর ১৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুল ইসলাম নিপু,বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সুলতান আহম্মেদ খান, উপজেলা বিএনপির  সম্পাদক আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার,সাংগাঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আগামী ১৯ তারিখে বরিশাল সমাবেশ সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন।

উজিরপুরে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আ�লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।
এফএনএস (মোঃ মিজানুর রহমান; উজিরপুর, বরিশাল) : উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ডাবেরকুল বাজারে জামায়াত-শিবিরের বিরুদ্দে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। সারদেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য, তান্ডবলীলা, ভাংচুর, পুলিশের উপর নির্যাতনের জন্য প্রতিবাদে এই  সমাবেশ হয়। সমাবেশে সভাপত্বি করেন ইউনিয়ন আ�লীগ সভাপতি মোঃ শাহে আলম হাওলাদার। বক্তব্য রাখেন উপজেলা আ�লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, উজিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ এইচ,এম মিজানুর রহমান, মহাজোট নেতা আনোয়ার হোসেন ডাকুয়া,ইউনিয়ন আ�লীগ সম্পাদক মিজানুর রহমান কামাল,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ এনায়েত হোসেন, যুগ্ন-সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রমুখ।

রাজনীতি