গতকাল ১৬ নভেম্বর বিকেলে একাত্তরে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বাঁচাতে ও বিচারকার্য বাধাঁগ্রস্ত করতে বিএনপি নেত্রী খালেদা খালেদা জিয়ার উস্কানীতে দেশ ব্যাপী জামায়াত শিবির ক্যডারদের জ্বালাও পোড়াও পুলিশের উপর হামলা এবং নৈরাজের প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা ও শহর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্টিত হয়েছে।
বাদ আছর হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার প্রদক্ষিণ করে প্লাজার সম্মুখে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি গাজী মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন আল মানছুর কাঞ্চন, সাধারণ সম্পাদক গাজী মো: মাঈনুদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি মাহাবুব-উল-আলম লিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী গোলাম মোস্তফা জিলন। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন শহর যুবলীগের সভাপতি সোহাগ আহম্মেদ মাঈনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহব্বায়ক রায়হানুর রহমান জনি, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন, যুগ্ন সম্পাদক হায়দার পারভেজ সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু, ছাত্রলীগ নেতা খাজা সফিউল বাসার রুজমন, শহর ছাত্রলীগের সভাপতি শুক্কুর আলম শুভ, সাধারণ সম্পাদক রাজন সাহা, উপজেলা তাঁতীলীগের আহব্বায়ক গাজী মো: নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও আরো অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক সহ�্রাধিক নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভা থেকে বক্তারা হুশিয়ারী করে বলেন, জামায়াত শিবিরের তান্ডবলীলা সহ্য করা হবে না। যুদ্ধাপরাধীদের বাঁচাতে রাস্তায় নামলে প্রতিহত করা হবে।