বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ

শেষ বিকেলে সাকিব আল হাসান ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিংয়ে জয়ের আশাও জাগিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে আজ চতুর্থ দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাকিব, সোহাগ ও রুবেল প্রত্যেকেই নিয়েছেন দুইটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা এগিয়ে আছে ২১৫ রানে।

এক পর্যায়ে অতিথিরা ১ উইকেটে ২০৯ রানের শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। শেষ বিকেলে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে সাহারা কাপের প্রথম টেস্ট জমিয়ে তুলেছে স্বাগতিকরা।

এর আগে দিনের প্রথম সেশনে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে বাংলাদেশ। ৪ উইকেটে ৫২৭ রানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ঘোষণা করায় ২৯ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট কনতে নেমে দলীয় ২০ রানে রুবেল হোসেনের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন গেইল। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর (৭৬) সঙ্গে পাওয়েলের ১৮৯ রানের কার্যকর জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে অতিথি শিবিরে স্বস্তি ফেরায়। ব্রাভোকে মুশফিকের ক্যাচে পরিণত করে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন রুবেল।

পরের ওভারে সোহাগ গাজীর লাফিয়ে উঠা বল ঠিক মতো খেলতে না পেরে ফরোয়ার্ড শর্ট লেগে শাহরিয়ার নাফীসের হাতে ধরা পড়ে মারলন স্যামুয়েলসও বিদায় নিলে উজ্জীবিত হয়ে উঠে স্বাগতিকরা।

প্রথম ইনিংসেও শতরান করা পাওয়েল ব্যক্তিগত ১৭ রানে শাহাদাতের বলে জুনায়েদকে স্লিপে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বলে মুশফিককে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ১১০ রান করেন তিনি। তার ১৯৭ বলের ইনিংসটি ১২ টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। এটি তার তৃতীয় শতক।

প্রথম ইনিংসে শতক করা দীনেশ রামদিন ব্যর্থ দ্বিতীয় ইনিংসে। সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেয়ার আগে ৫ রান করেন তিনি। ১০ রানে বীরাসামি পারমলকে বোল্ড করে সাজঘরের পথ দেখান সোহাগ। ১৫ রানে ব্যাট করছেন ড্যারেন স্যামি, ব্যাটিংয়ে নামেননি শিবনারায়ণ চন্দরপল।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫২৭/৪ডি. ও ২৪৪/৬ (গেইল ১৯, পাওয়েল ১১০, ব্রাভো ৭৬, স্যামুয়েলস ১, রামদিন ৫, স্যামি ১৫*, পারমল ১০; রুবেল ২/৩৫, সাকিব ২/ সোহাগ ২/৬৩)

বাংলাদেশ: ৫৫৬ (তামিম ৭২, জুনায়েদ ৭, নাফীস ৩১, নাঈম ১০৮, সাকিব ৮৯, মুশফিক ৪৩, নাসির ৯৬, মাহমুদুল্লাহ ৬২, সোহাগ ৪, শাহাদাত ১৩, রুবেল ০*; রামপল ৩/১১৮, সুনীল ৩/১৪৮, স্যামি ২/৮৩, পারমল ১/৭৫

খেলাধূলা