২৫ নভেম্বর পবিত্র আশুরা

২৫ নভেম্বর পবিত্র আশুরা

 দেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা  গেছে। ফলে শুক্রবার থেকে আরবি নববর্ষ ১৪৩৪ হিজরি সাল গণনা শুরু হবে এবং আগামী ২৫ নভেম্বর রবিবার ১০ মুহররম পবিত্র আশুরা পালন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে  ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব শামীম মোহাম্মদ আফজাল।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বজলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ দিলোয়ার বখত্‌, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ