ঘানা থেকে আগত স্ট্রাইকার ওসেই মরিসনের হ্যাটট্রিকে জয় দিয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। একই দিনে টিম বিজেএমসির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু ভালো ফিনিশারের অভাবেই উভয় দলই প্রথমার্ধে গোলবঞ্চিত থাকে।
দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরো পাল্টে যায়। ৫৭ মিনিটে সতীর্থ সোহেল রানার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে প্রথম গোল করেন মরিসন। ৭১ মিনিটে মিডফিল্ডার শরিফুল ইসলামের কাটব্যাক থেকে ডান পায়ের শক্তিশালী শটে দ্বিতীয়বার গোলরক্ষককে পরাস্থ করেন মরিসন।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে মোহামেডান। ইনজুরি টাইমের ২য় মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন মরিসন। ৩-০ গোলের সহজ জয়ে লিগ শুরু করে মোহামেডান।
এর আগে একই মাঠে প্রথম খেলায় শেখ জামাল ৩-২ ব্যবধানে হারায় টিম বিজেএমসিকে। শেখ জামালের পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ১৭ ও ৪৭ মিনিটে দুইটি গোল করেন। ২৭ মিনিটে বাকি গোলটি আসে মাইক অটোজারেরির কাছ থেকে।
৩-০ গোলে এগিয়ে থাকা শেখ জামালের বিপক্ষে পাল্টা আক্রমণ করে টিম বিজেএমসি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে বিজেএমসির পক্ষে প্রথম গোল করেন ইসমায়েল বানগুরা। ৫৭ মিনিটে দ্বিতীয় গোল আসে এলেটা কিংসলের কাছ থেকে।