পাকিস্তানে সেনা সদস্যের ফাঁসি

পাকিস্তানে সেনা সদস্যের ফাঁসি

পাকিস্তানে এক সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে চার বছর আগে আদালত মোহাম্মদ হোসেন নামের এ সেনাকে প্রাণদণ্ড দেয়। বৃহস্পতিবারভোরে হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার প্রাণভিক্ষার সব আবেদন খারিজ হয়ে যায়।

 গত চার বছরের মধ্যে পাকিস্তানে এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

দেশটিতে বর্তমানে প্রায় ৮ হাজার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছে। প্রতি তিনমাস পর পর পাকিস্তানের প্রেসিডেন্টের দফতর থেকে এ সব দণ্ড কার্যকর না করার জন্য চিঠি পাঠানো হয়। কিন্তু মোহাম্মদ হোসেনের বেলায় কেনো ব্যক্তিক্রম ঘটল এবং তার প্রাণদণ্ড স্থগিত না রেখে কেনো কার্যকর করা হলো তার ব্যাখ্যা পাওয়া যায়নি।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মোহাম্মদ হোসেনের প্রাণভিক্ষার আবেদন ২০১১ সালের ডিসেম্বরে নাকচ করে দেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

আন্তর্জাতিক