আন্দোলন করে কেউ নার্ভাস করতে পারবে না: প্রধানমন্ত্রী

আন্দোলন করে কেউ নার্ভাস করতে পারবে না: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগকে কেউ নার্ভাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আমরা আন্দোলন-সংগ্রাম করে এসেছি। কেউ আন্দোলন করে নার্ভাস করে দেবে তা হবে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেই ছাড়বো।”

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি নবনির্মিত স্থাপনা উদ্বোধন ও নির্মীয়মান স্থাপনার ভিস্তিপ্রস্তর স্থাপনের পর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আমাকে শিক্ষা দিয়েছিলেন সেই মুনীর চৌধুরী, সন্তোষ চন্দ্র ভট্টাচার্যসহ অনেক শিক্ষককে পাকিস্তানিরা ও তাদের দোসররা হত্যা করেছিলো। বিশ্বববিদ্যালয়ের বহু ছাত্রকে হত্যা করেছিলো। তাদের বিচার করা আমার দায়িত্ব।”

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি কবি সুফিয়া কামাল হল  উদ্বোধন করেন। এরপর চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন বঙ্গবন্ধু টাওয়ার উদ্বোধন করে তিনি সিনেট ভবনে আসেন ।

এ সময় রাস্তার দু’পাশে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ, উপ-(প্রশাসন) শহীদ আক্তার হোসেন প্রমুখ।

বাংলাদেশ