বাংলাদেশে অবস্থানরত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) একটি প্রতিনিধি দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেন। আমেরিকা ভিত্তিক এই সংস্থাটি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সার্ভে করতে চায় বলে জাতীয় পার্টি সূত্র জানিয়েছে।
বুধবার দুপুরে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু বাংলানউজকে জানান, ডিআই বাংলাদেশে বিভিন্ন বিষয়ে সার্ভে করে থাকে। তাদের বিস্তারিত কার্যক্রম বর্ণনা করে।
বৈঠকে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ, আগামী নির্বাচন ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয় হয়েছে বলে জানান জিয়াউদ্দিন বাবলু।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বাংলানিউজকে জানান, বৈঠকে ডিআই প্রতিনিধিরা বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নিতে জাতীয় পার্টির রাজনীতির ভূয়সী প্রশংসা করেন।
ডিআই-এর দলনেতা মি. ডেভিড ডি ডেটম্যানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের উপনেতা ও গবেষণা পরিচালক ডিকি ডোরাদি, রাজনৈতিক দল বিশেষজ্ঞ হেলি স্মিথ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. গোলাম মোস্তফা।
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়।