শুক্রবার পাবনায় মেরিন একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন

শুক্রবার পাবনায় মেরিন একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন

শুক্রবার পাবনায় সরকারীভাবে ১০ একর জমির ওপর প্রায় ১শ� ২০ কোটি টাকা ব্যয়ে পাবনা মেরিন একাডেমী�র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এই সেক্টরের শিক্ষার্থীরা ব্যাপক অবদান রাখার সুযোগ পাবেন। পাবনাবাসীর মধ্যে এ উপলক্ষ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা।
বাংলাদেশ মেরিন একাডেমীর পরিচালনায় আনুষ্ঠানিকভাবে জেলার বেড়া উপজেলার নগড়বাড়ীঘাট এলাকায় ১০ একর জায়গা জুড়ে গড়ে উঠবে পাবনা মেরিন একাডেমী।
পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার প্রধান অতিথি হিসেবে পাবনার এই মেরিন একাডেমীর ভিত্তিপ্রস্ত র করবেন। এ সময় উপস্থিত থাকবেন নৌ-পরিবহণ মন্ত্রী মো. শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম ও একাডেমীর কমান্ডান্ট ও চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন।
বাংলাদেশ মেরিন একাডেমী কমান্ডান্ট ও চার্টার্ড ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন বলেন, বিশ্বে বর্তমানে সকল দেশের সামুিদক্র জাহাজের সংখ্যা প্রায় ৭০ হাজার। তার মধ্যে বাংলাদেশের রয়েছে মাত্র ৭০টি জাহাজ। বিশ্বের সামুদ্রিক জাহাজের জন্য প্রয়োজন প্রায় ৬ লাখ ৫০ হাজার মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার।অথচ এর বিপরীতে রয়েছে প্রায় ৫ লাখ ৫০ হাজার। ঘাটতি আছে ১ লাখ।
হেলেনিক শিপিং নিউজের সূত্রে জানা যায়, প্রতিবছর প্রায় ২ হাজার ৫শ�টি জাহাজ বৃদ্ধির বিপরীতে এই ঘাটতি সহসা পূরণ সম্ভব নয়। সে অনুযায়ী আগামী ২০৫০ সালে ৩ লাখ ৫০ হাজারে গিয়ে দাঁড়াবে এই খাতের লোকবল ঘাটতি। এই অবস্থা বিবেচনায় রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও ৪টি মেরিন একাডেমী স্থাপনের উদ্যোগ নিতে বলেন। এজন্য ৩শ� ৪২ কোটি টাকা একনেক বৈঠকে অনুমোদন দেয়া হয়।
সংশ্লি�ষ্ট সূত্র জানায়, ৩শ� ৪২ কোটি টাকায় ৩টি মেরিন একাডেমী হওয়ার কথা থাকলেও ৪টির জন্য প্রাথমিক পর্যায়ে এ বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে ১শ� ২০ কোটি টাকা পাবনা মেরিন একাডেমীর জন্য ব্যয় হতে পারে। গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল মেরিন একাডেমীর ভিত্তিফলক স্থাপন করেছেন। বরিশালের ন্যায় পাবনা, রংপুর ও সিলেট মেরিন একাডেমীগুলোর প্রত্যেকটিতে ১শ� জন (নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং) করে ক্যাডেট ভর্তি করা হবে। সূত্র মতে, চট্রগ্রামে অবস্থিত �বাংলাদেশ মেরিন একাডেমী� �াতক পর্যায়ে দেশের একমাত্র সরকারি নৌ- প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
বিগত ৫ দশকে দেশী বিদেশী সমুদ্রগামী জাহাজের জন্য আইএমও চাহিদা মেনে আন্তর্জাতিক মানের দক্ষ মেরিন ক্যাডেট (নটিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং) তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স (নটিক্যাল সাইন্স ও মেরিন ইঞ্জিনিয়ারিং) সার্টিফিকেট ডিগ্রী প্রদান করা হয়। ৭ থেকে ৮ বছরের মধ্যেই একজন ক্যাডেট সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার হন এবং গড়ে ২০ বছরের পেশাগত জীবনে ১০ কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হন। বর্তমানে জাতিসংঘের ১৪টি বিশেষায়িত অঙ্গ সংস্থা �ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১৭০টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে রয়েছে।
পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিহির চন্দ্র চক্রবর্তী জানান, পাবনা মেরিন একাডেমীর প্রাথমিক কাজের জন্য আমরা ৯৭ কোটি ৪১ লাখ টাকার প্রকল্প দিয়েছি। এই টাকা দিয়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, সীমানাপ্রাচীর, সুইমিং পুল, জিমনেসিয়াম, স্টাফ কোয়াটারসহ বেশ কিছু কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

বাংলাদেশ