পুঁজিবাজারে আসছে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার

পুঁজিবাজারে আসছে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে মূলধন বৃদ্ধি করতে পুঁজিবাজারে আসছে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড (ইসিপিভিএল) । শেয়ারবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে “ইস্যু ম্যানেজার” হিসেবে সম্প্রতি আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড (ইসিপিভিএল)। ইসিপিভিএল ২০০৯ সাল থেকে বাংলাদেশের হবিগঞ্জে একটি ১১ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট পরিচালনা করছে এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের কাছে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। এই বিষয়ে, ইসিপিভিএল পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে ১৫ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে। শুধু তাই নয়, ইসিপিভিএল চট্টগ্রামে ১০৮ মেগাওয়াটের একটি পাওয়ার প্রজেক্ট প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে। ১৫ বছর মেয়াদী এই পাওয়ার প্ল্যান্ট ২০১৩ সালের মধ্যে চালু হবে বলে আশা করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি সামনের মাসগুলোতে আরো নতুন কিছু প্রজেক্ট পাবে বলে আশা রাখছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড এর চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, তাঁর প্রতিষ্ঠান ইসিপিভিএল এবং এর স্বত্তাধিকারী স্বনামধন্য প্রতিষ্ঠান দুটির সাথে সংযুক্ত হতে পেরে গর্বিত। অদূর ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্কের আরো উন্নতি হবে বলে তিঁনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ইসিপিভিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম বলেন, ইসিপিভিএল আগামী ৫ বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় পাওয়ার এবং ইনফাস্ট্রাকচার কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে আশা করছে।

ইসিপিভিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড এর চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসিপিভিএল এর পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল কবির, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর স্ট্রাকর্চাড ফাইন্যান্স এর প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানসমূহের অন্যান্য উচ্চপদস্থ কমকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য