তিতাসের লভ্যাংশ ঘোষণা

তিতাসের লভ্যাংশ ঘোষণা

রাষ্ট্রায়ত্ব কোম্পানি তিতাস গ্যাস ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ বিষয়টি শেয়ারনিউজ২৪ডটকমকে নিশ্চিত করেছেন।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা আহবান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। সমাপ্ত অর্থ বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯.৪৬ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩৮.৩৯ টাকা। গত বছর কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থ বাণিজ্য