সাবেক বিশ্বসেরা রজার ফেদেরারকে সিংহাসনচ্যুত করে এটিপি ট্যুরের শিরোপা জিতেছেন র্যাঙ্কিংসেরা সার্বিয়ার নোভাক জকোভিচ। সোমবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জকোভিচ ৭-৬ (৮/৬) ও ৭-৫ গেমে হারান সুইস তারকাকে।
মৌসুমের শেষ টুর্নামেন্টটি জিততে লন্ডনের কোট ২ অঞ্চলে দুই ঘণ্টা ১৪ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন জকোভিচ ও ফেদেরার। কিন্তু পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ছয় বারের ট্যুর ফাইনাল জয়ী ফেদেরারকে পরাস্ত করতে সক্ষম জকোভিচ। এনিয়ে দ্বিতীয়বার মর্যাদাসম্পন্ন টুর্নামেন্ট জয় করতে সক্ষম হলেন ২৫ বছরের এই সার্ব তারকা। এর আগে ২০০৮ সালে সাংহাইয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিলেন টানা দুই বছর ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জকোভিচ।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের পর খুঁজেই পাওয়া যাচ্ছিলো না জকোভিচকে। পরবর্তী টানা তিন গ্র্যান্ডস্ল্যামেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হন তিনি। বিশেষ করে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে হারের পর জকোভিচের র্যাঙ্কিং সেরা হওয়া নিয়েই বিতর্ক সৃষ্টি হয়। শেষপর্যন্ত মৌসুমের শেষ টুর্নামেন্টটি জিতে বিশ্বসেরা নিয়ে প্রশ্নের জবাব দিলেন এই সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে প্রতিপক্ষকে বিশ্বসেরার আখ্যা দিয়ে ১৭ গ্র্যান্ডস্ল্যামজয়ী ও এটিপি ট্যুরের গত দুইবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার বলেন,‘অসাধারণ টুর্নামেন্ট এবং দারুণ একটি বছরের জন্য নোভাককে অভিনন্দন, তুমিই সেরা। তবে আমার জন্যও দারুণ একটি বছর ছিলো এটি।’