বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছেন মনমোহন

বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছেন মনমোহন

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং জাপান সফরে যাচ্ছেন বৃহস্পতিবার। এ সফরকালে তিনি জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা এবং স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন। এছাড়া আগামী শুক্রবার এ দুটি দেশের মধ্যে ১৫০০ কোটি ডলারের একটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি চীনের সাথে দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় ভারতের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধন জোরদার করার চেষ্টা অব্যাহত রেখেছে জাপান। এরই ধারাবাহিকতায় ভারতের সাথে ১৫০০ কোটি ডলারের চুক্তি করতে যাচ্ছে তারা।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়।

উত্তর ভারতের ১৯টি খাতের অবকাঠামোগত উন্নয়নের জন্য জাপান এই আর্থিক সহায়তা দিচ্ছে। এর মধ্যে সমুদ্রের পানি লবণমুক্ত করা, কলকারখানার বর্জ্যের সুষ্ঠু পয়ঃনিষ্কাশন নিশ্চিত করা, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ খাতও রয়েছে। আর এ প্রকল্পে অংশীদারিত্বের ভিত্তিতে দায়িত্ব নেবে খ্যাতনামা দুই জাপানি প্রতিষ্ঠান হিটাচি ও মিতসুবিশি।

আগামী শুক্রবার এ চুক্তির ব্যাপারে বিশদ ঘোষণা আসবে বলে জাপানের একটি পত্রিকা সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক