সারাদেশে ৫৯ লাখ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে

সারাদেশে ৫৯ লাখ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে

সারাদেশে চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এ পর্যন্ত ৫৯ লাখ ৩৬ হাজার নতুন ভোটার নিবন্ধিত হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ইতোমধ্যে দেশের ৫শ ১২টি উপজেলার মধ্যে ৪শ ২১টি উপজেলায় শেষ হয়েছে।
বাকী ৯১টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদের কাজ কমিশনের নির্ধারিত এ বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
নির্বাচন কমিশন চলতি বছরের গত ১০ মার্চ থেকে ৭০ লাখ ভোটারের রেজিস্ট্রেশন পরিকল্পনা নিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করে। যা বিদ্যমান ভোটার তালিকার শতকরা ৭ দশমিক ৫ ভাগ।
নির্বাচন কমিশন ১শ ৫৩টি টিম নিয়ে কাজ শুরু করে। মোট ১ হাজার ৩শ ৭৭টি ল্যাপটপ নিয়ে কার্যক্রম শুরু করে ইসি। যা এখনও অব্যাহত রয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, বর্তমানে ৭৮টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে।
একটি উপজেলা বা থানায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হলেই কাজের কোন বিরতি না দিয়ে ওই যন্ত্রপাতি দিয়ে একই জেলাধীন আরেকটি উপজেলা বা থানায় কার্যক্রম শুরু করে।
জানা যায়, কমিশনের মোট লক্ষ্যমাত্রার তালিকা হালনাগাদের শতকরা ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। হালনাগাদ সম্পন্ন হওয়া উপজেলা সমূহের নতুন ভোটার নিবন্ধনের শতকরা হার ৭ দশমিক ৮ ভাগ।
কমিশনের মোট ভোটার পরিকল্পনার ৭০ লাখ ভোটারের মধ্যে ৫৯ লাখ ৩৬ হাজার ভোটারের নিবন্ধন কাজ শেষ হয়েছে। সে অনুযায়ী আরো প্রায় ১০ লাখ ৬৪ হাজার নতুন ভোটার নিবন্ধিত হবে বলে কমিশনের পরিকল্পনা রয়েছে।
কমিশন সচিবালয় সুত্র জানায়, প্রতিটি ল্যাপটপের অপারেটর ৭৫ জন করে অর্থাৎ প্রতিটি টিম দৈনিক ৪৫ হাজার ৯শ নতুন ভোটার নিবন্ধন করলে আগামী ২৩ কার্য দিবসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে।
জানা যায়, এ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬ লাখ ২১ হাজার ৬শ ৭৬ জন ভোটারের নাম বাদ দেয়া হয়েছে। মারা যাওয়ায় এসবে ভাটারের নাম বাদ দেয়া হয়।
দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত মোট তিন লাখ ৩০ হাজার ৪শ ২৬ জন ভোটার স্থানান্তরিত হয়েছে এবং তিনশ ৬৮ উপজেলার নতুন ভোটারদের ডাটা মাঠ পর্যায় হতে পাওয়া গেছে। ২৬০টি উপজেলার প্রাপ্ত ডাটা কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
এ কার্যক্রমের আওতায় ৩৬ লাখ ৪৩ হাজার ৭শ ৭৭টি অবিতরণকৃত পরিচয়পত্র বিলি করা হয়েছে এবং ৩ লাখ ৮০ হাজার ৭০ জনের অটোমেটিক ফিঙ্গার আইডেনটিফিকেশন সিস্টেম (এএফআইএস) পুন নিবন্ধন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র আরো জানায়, ইতোমধ্যে চলমান হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিয়মিতভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, কমিশনের ঘোষিত কর্ম পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি বলেন, হালনাগাদের প্রায় শতকরা ৮৫ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকী কাজ নির্ধারিত সময়সীমার আগেই শেষ হবে বলে কমিশনের প্রত্যাশা।

রাজনীতি