গ্রামীনফোনসহ ৪ প্রতিষ্ঠানের ৩৬ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন

গ্রামীনফোনসহ ৪ প্রতিষ্ঠানের ৩৬ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন

গ্রামীনফোনসহ ৪টি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রায় ৩৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (৩৬৩ মিলিয়ন) বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত বাছাই কমিটি। আজ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্ক্রুটিনি কমিটির ৭০তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ কোম্পানির মধ্যে গ্রামীনফোনের জন্য ৩৫ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়া হয়। আর মুন্ডিফার্মা (বাংলাদেশ) লিমিটেডকে ৬ লাখ ১০ হাজার ডলার, দাদা (ঢাকা)লিমিটেডের জন্য ৪০ লাখ ডলার এবং তামিসনা সিনথেটিক লিমিটেডের জন্য ৩৬ লাখ ৭০ হাজার ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

এজন্য কোম্পানিগুলোকে লন্ডন আন্তঃব্যাংক অফার রেটে (লিবর) ত্রৈমাসিক ৪.৩২ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।

এ সংক্রান্ত কমিটি মনে করে, এ ধরণের ঋণ জাতীয় অর্থনীতির জন্য খুবই ভালো। কারণ, ডলারে ঋণ আসলে রিজার্ভ শক্তিশালী হয়। ডলারের সঙ্কট নমনীয় হওয়ার পাশাপাশি ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি হ্রাস পায়। তাই কমিটি এ ধরণের ঋণ গ্রহণকে উৎসাহিত করছে।

সভায়  প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য