চলতি বছর দেশের পুঁজিবাজারে ২ বার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত লক্ষ্য করা গেছে। রোজার ঈদের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেন ছাড়িয়ে যায় হাজার কোটি টাকার ঘর। কিন্তু কোরবানীর ঈদের কয়েকদিন আগে থেকে বাজার পরিস্থিতি পুনরায় অস্থির হয়ে পড়ে। ওই সময় অর্থাৎ কিছুটা ঊর্ধ্বমুখী বাজারে উদ্যোক্তা পরিচালকদের বেশি বেশি শেয়ার বিক্রয়ের ঘোষণা বর্তমান পরিস্থিতি সৃষ্টির মুল কারণ বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।
তিনি জানান, পুঁজিবাজারে যখনই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত লক্ষ্য করা গেছে, তখনই উদ্যোক্তা পরিচালকরা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। যার কারণে বাজার পুরোপুরি স্থিতিশীল হতে পারছে না। উদ্যোক্তাদের বিক্রয় প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরী করছে বলে উল্লেখ করেন ডিএসই প্রেসিডেন্ট। তারা এ প্রবণতা দিয়ে শেয়ার ব্যবসায়ীর পরিচয় দেন বলে তিনি জানান। এমতাবস্থায় উদ্যোক্তাদের ব্লক মার্কেটে শেয়ার বিক্রয়ের ব্যবস্থা করা দরকার বলে জানান রকিবুর রহমান।
বাজারের ঊর্ধ্বমুখী অবস্থায় কোম্পানিগুলো রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েও বিরুপ পরিবেশ সৃষ্টি করে বলে জানান তিনি। তাছাড়া বাজারে স্থিতিশীলতা বিরাজ না করার পেছনে সবার অংশগ্রহণ কম ও আস্থাহীনতাকে দায়ী করেন ডিএসই প্রেসিডেন্ট। তিনি বলেন, বাজারের স্বাভাবিক সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকলেও তারা বর্তমানে নেই বললেই চলে।
বাজারের উন্নয়নের লক্ষে স্টেকহোল্ডারদের সবাইকে নিজেদের মতো কাজ করতে দেয়া উচিত বলে রকিবুর রহমান জানান। তার মতে, এক্ষেত্রে কারো হস্তক্ষেপ বাজারের জন্য শূভকর নয়।
পুঁজিবাজারের উন্নয়নে বাজার যে অবস্থায় থাকুক না কেন ৩ থেকে ৪ মাস অন্তর সার্বিক অবস্থা নিয়ে অর্থমন্ত্রনালয়ের আলোচনায় বসা উচিত বলে মনে করেন ডিএসই প্রেসিডেন্ট। এতে করে বাজারের ভুলত্রুটি বেরিয়ে আসবে এবং সেগুলোর সমাধান হবে বলেও উল্লেখ করেন রকিবুর রহমান।
বাজারের ইতিবাচক পরিস্থিতিতে অনেক কোম্পানি তালিকাভুক্তির জন্য বেশি বেশি প্রিমিয়ামের প্রস্তাব নিয়ে আসে। এমতাবস্থায় প্রিমিয়াম যেটা হোক না কেনো শেয়ার দর যদি ২০ শতাংশের নিচে চলে যায় তাহলে তা বাইব্যাক করার পদ্ধতি চালু করার পরামর্শ দেন তিনি। তাছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিটি কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজন বলে জানান রকিবুর রহমান। এতে করে বিনিয়োগকারীদের মনে হারিয়ে যাওয়া আস্থা ফিরে আসবে বলে মনে করেন ডিএসই প্রেসিডেন্ট।