খুনের অভিযোগে খোঁজা হচ্ছে ম্যাকাফি’র প্রতিষ্ঠাতাকে

খুনের অভিযোগে খোঁজা হচ্ছে ম্যাকাফি’র প্রতিষ্ঠাতাকে

বিশ্বখ্যাত অ্যান্টি-ভাইরাস ম্যাক‍াফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফিকে এখন হন্যে হয়ে খুঁজছে আটলান্টিকের পশ্চিম উপকূলে অবস্থিত মধ্য আমেরিকার ক্ষুদ্র দেশ বেলিজের পুলিশ ।

বেলিজে বসবাসরত স্বদেশী নাগরিক ও প্রতিবেশী গ্রেগরি ফাউলকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

উল্লেখ্য,গত রোববার সকালে বেলিজের উত্তর-পূর্বাঞ্চলীয় দ্বীপ অ্যামবেরগ্রিস কেইয়ে অবস্থিত নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ৫২ বছর বয়সী ফ্লোরিডার অধিবাসী ফাউলকে। মৃতের ঘাড়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বেলিজের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রাফায়েল মার্টিনেজ।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা। তবে ফাউলের ব্যবহ’ত ল্যাপটপ ও মোবাইল ফোনের কোনো হদিশ পাওয়া যায়নি বলে জানা গেছে। স্কুবা ডাইভিং ও পর্যটনের জন্য বিখ্যাত হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী মার্কিন নাগরিকের আবাসস্থল হিসেবেও খ্যাত নয়নাভিরাম দেশটি।

সোমবার এক বিবৃতিতে বেলিজের পুলিশ জানায় গ্রেগরির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রোববার দিনের শেষভাগে তারা ম্যাকাফির বাসভবনে তল্লাশি চালায়। তবে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। মূলত এরপর থেকেই ম্যাকাফি নিরুদ্দেশ বলে জানা গেছে।

উল্লেখ্য, গত চার বছর ধরেই নিজ দেশ ছেড়ে সাবেক ব্রিটিশ উপনিবেশ বেলিজে বসবাস করে আসছিলেন জন ম্যাকাফি। বিপুল সম্পদের মালিক এই সফটওয়ার নির্মাতা ৯০ দশকের প্রারম্ভে স্বনামে প্রতিষ্ঠিত তার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানকে বিক্রি করে দেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে অস্ত্র ও মাদকের খোঁজে কয়েকমাস আগেও ম্যাকাফির বাসভবনে তল্লাশি চালিয়েছিল বেলিজের পুলিশ। সে সময় তাকে গ্রেফতার করে কয়েক ঘন্টা আটকও রাখা হয়। তবে পুলিশের অভিযোগ অস্বীকার করে ম্যাকাফি পাল্টা অভিযোগ করে দাবি করেন স্থানীয় এক রাজনৈতিক নেতার নির্বাচনী প্রচারণায় চাঁদা না দেওয়ার জন্যই তাকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছিল।

তবে ম্যাকাফির প্রতিবেশীরা অবশ্য বলছেন অন্যকথা। বেশ কিছুদিন ধরেই তার আচরণ ও কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয় বলে জানিয়েছেন তারা। এমনকি বেলিজে বসবাসরত মার্কিনী সম্প্রদায়ও  তাকে অনেকটাই এড়িয়ে চলা শুরু করে।

আন্তর্জাতিক